Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মহেশখালী উপজেলা

(ক) মোট আয়তনঃ ৩৮৮.৫০ বর্গ কিঃ মিঃ। মোট জমির পরিমাণঃ ৯৬০০০.২৯২৫ একর।

(খ) মোট লোকসংখ্যাঃ ৩,২১,২১৮ জন।

পুরুষঃ ১,৬৯,৩১০ জন, মহিলাঃ ১,৫১,৯০৮ জন। (মোট জনসংখ্যার ৯০.০৮% মুসলিম) (২০১১ সালের তথ্য অনুযায়ী)     

(গ) মোট মৌজার সংখ্যাঃ ৩৭ টি।

১। বি.এস জরিপকৃত মৌজাঃ ৩০টি। (ধলঘাটা, মাতারবাড়ী, কালারমারছড়া, ঝাপুয়া, হেতালিয়া, ইউনুছখালী,

অমাব্যশাখালী, দিনেশপুর, হামিদরদিয়া, সোনাদিয়া, উত্তর নলবিলা, বড়মহেশখালী, ঠাকুরতলা, ফকিরাঘোনা, দক্ষিণ নলবিলা, জাগিরাঘোনা, পাহাড় ঠাকুরতলা, কালীগঞ্জ, গোরকঘাটা, কুতুবজোম, শাপলাপুর, পুটিবিলা, মুকবেকী, নোনাছড়ি, হোয়ানক, ঘটিভাঙ্গা, ছোটমহেশখালী, পানিরছড়া, হরিয়ারছড়া, মহেশখালী পাহাড়)

২। বি.এস জরিপের পরবর্তীতে দিয়ারা হয়েছে এমন মৌজার সংখ্যাঃ ০৮ টি।

(ধলঘাটা, মাতারবাড়ী, ঘটিভাঙ্গা, সোনাদিয়া, হামিদরদিয়া, হেতালিয়া, অমাবশ্যাখালী, দিনেশপুর)

৩. বি এস জরিপ হয়নি, শুধু দিয়ারা জরিপ হয়েছে এমনঃ ০৭টি।

(বিজয় একাত্তর, পানদ্বীপ, সমুদ্র বিলাস, দক্ষিণ কুতুবজোম, সমুদ্র বিজয়, চর মোহনা ও দক্ষিণ ধলঘাটা মৌজা)  

(ঘ) মোট ইউনিয়নঃ ০৮টি।

(ঙ) পৌরসভাঃ ০১টি।

(চ) মোট ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যাঃ ০৫ টি।

(ছ) মোট হোল্ডিং এর সংখ্যাঃ ৩৫১৪৫ টি।

(জ) উপজেলা উন্নয়ন কমিটিঃ খতিয়ান নং-০৪ (হোল্ডিং) জমির পরিমাণঃ ১৬.২৪ একর।

খাস জমি সংক্রান্ত তথ্যঃ

(ক) মোট খাস জমির পরিমাণঃ ২৯৮৩৭.৯৩ একর।

(খ) ১নং অংশভূক্ত জমির পরিমাণঃ ৫০২৯.১১ একর।

(গ) ২নং অংশভুক্ত জমির পরিমাণঃ ৯২৬৭.৫৭ একর।

(ঘ) ৩নং অংশভূক্ত জমির পরিমাণঃ ৬২.৩৭ একর।

(ঙ) ৪নং অংশভূক্ত জমির পরিমাণঃ মোট=১৫৪৭৮.৮৮ একর

     ১। সিকস্তি জমির পরিমাণ=১০০০.০০ একর

     ২। পয়স্তি জমির পরিমাণ=১৪৪৭৮.৮৮ একর

কৃষি/অকৃষি খাস জমির তথ্যাবলীঃ

(ক) কৃষি জমি   = ১৩১.২০ একর।

(খ) চিংড়ী/লবণ = ৪৬৪১.৬৩ একর।

(গ) অকৃষি       = ৩৩০৫. ০২ একর।

            মোট = ৮০৭৭.৮৫ একর।

বন্দোবস্তযোগ্য কৃষি জমি = ১৩০২.৭৫ একর। এ পর্যন্ত বন্দোবস্ত প্রদত্ত ১১৭১.৫৫ একর। অবশিষ্ট জমি ১৩১.২০ একর।

সায়রাত মহাল

মোট হাট বাজারের সংখ্যাঃ ২২টি এবং ইজারাকৃতঃ ১৯টি

পেরিফেরিভুক্ত হাটবাজারঃ ০৮টি

মোট শুটকি মহালের সংখ্যাঃ ০১ টি।

২০ একরের উর্ধ্বে বদ্ধজল মহাল সংখ্যাঃ ০৪ টি।

২০ একরের নিম্নে বদ্ধ জলমহাল/খাস পুকুরঃ ২৯টি।     

 চিংড়ি জমি

* মোট চিংড়ি জমিঃ ৩,৮৮৪.৬৭ একর

* ইজারা প্রদত্তঃ ২,৭৯০.২৬ একর

* একসনা (লবন জমি) ৩২.০০ একর

 (বিসিক, কক্সবাজার সুত্রমতে)

*অবৈধ দখলকৃতঃ ১,০৬২.৪১ একর।

 

অর্পিত সম্পত্তির তথ্যাবলী

ক তপশীলে মোট অর্পিত সম্পত্তি = ৩০৫.৮৮৫০ একর।

খ তপশীলে মোট অর্পিত সম্পত্তি = ১০৭.৮১২৫ একর।

মোট = ৪১৩.৫৯৭৫ একর (সরকারী গেজেট অনুযায়ী)

সোনাদিয়া (দ্বীপ) মৌজা সংক্রান্ত তথ্যাবলীঃ

(ক) মোট জনসংখ্যাঃ ১৭০০ জন (পুরুষ ৮৩০জন, মহিলা-৮৭০জন)

(খ) মোট ভোটার সংখ্যাঃ ৭৪৯ জন (পুরুষ ৩৮১জন, মহিলা-৩৬৮জন)

(গ) মৌজা ম্যাপ (সিট) সংখ্যাঃ ০৬টি, জে, এল, নং-১৯।

(ঘ) মোট জমির পরিমাণঃ ২,৯৬৫.৩৭ একর।

(ঙ) ১নং (খাস) খতিয়ানের জমির পরিমাণঃ ২,৯৬২.২২ একর।

(চ) ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণঃ ৩.১৫ একর।

(ছ) শুটকি মহালের সংখ্যাঃ ০১ টি

(জ) চরভরাট/বন বিভাগের জমির পরিমাণঃ ১০০০.০০ একর (প্রাকৃতিক বনায়ন) 

সরকারের গৃহিত উন্নয়ন প্রকল্প সমূহঃ

ক্রমিক নং

প্রকল্পের নাম

জমির পরিমাণ

কাজের অগ্রগতি

১।

মাতারবাড়ী ২*৬০০ = ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্লান্ট নির্মাণ প্রকল্প 

১৪১৪.০৫ একর

কাজের অগ্রগতি ৬০%

২।

বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প

১১৯৭.৮৮ একর

কাজের অগ্রগতি ৫% (ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে)

৩।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় সড়ক, সেতু ও এপ্রোচ সড়ক নির্মাণ প্রকল্প

৬২.২৫৭ একর

কাজের অগ্রগতি ৫০%

৪।

এল.এন.জি ও কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র

৪৯৬১.৯৫৩৫একর

 

৫।

মহেশখালী-আনোয়ারা ৩০ ইঞ্চি ব্যাসের ৯১ কিঃ মিঃ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

---

কাজের অগ্রগতি ১০০%

৬।

মহেশখালী-আনোয়ারা ৪২ ইঞ্চি  ব্যাসের ৭৯ কিঃ মিঃ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন ও আনুষাঙ্গিক ফ্যাসিলিটিস নির্মাণ প্রকল্প

২৬.৫৬৩ একর

কাজের অগ্রগতি ১০০%

৭।

মহেশখালী জিরো পয়েন্ট হতে মহেশখালী সিটিএমএস পর্যন্ত ৪২ ইঞ্চি  ব্যাসের  ৭ কিঃ মিঃ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

----

কাজের অগ্রগতি ৯৫%

৮।

সোনাদিয়া ইকোট্যুরিজম পার্ক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

৮০৪৫.৭৭৫৫ একর

 

৯।

ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন স্থাপন প্রকল্প (এসপিএম)

৩২.৪০৩০ একর

কাজের অগ্রগতি ৩০%

১০।

এলএনজি টার্মিনাল-১  (সোনাদিয়া)

৫০০.০০ একর

কাজের অগ্রগতি ১০০%

১১।

এলএনজি টার্মিনাল- ২ (কুতুবজোম)

৭০০.০০ একর

কাজের অগ্রগতি ১০০%

১২।

মহেশখালী অর্থনৈতিক জোন-৩(ধলঘাটা)

৩০৫৫.৪৬ একর

কাজের অগ্রগতি ৫০%

১৩।

কোহেলিয়া অর্থনৈতিক অঞ্চল (ধলঘাটা)

১০০০.০০ একর

 

১৪।

মহেশখালী অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

১১৪৭১.২৭১ একর

 

১৫।

মহেশখালী অর্থনৈতিক জোন-১ (প্রস্তাবিত)

৮২৬.০০ একর

 

১৬।

মহেশখালী অর্থনৈতিক জোন-২ (প্রস্তাবিত)

৬৭০.০০ একর

 

১৭।

মহেশখালী অর্থনৈতিক অঞ্চল (বিজয় একাত্তর, পানদ্বীপ, দক্ষিণ কুতুবজোম, সমুদ্র বিজয়, চর মোহনা ও দক্ষিণ ধলঘাটা মৌজা) 

১৩৬৫৯.৮৩৯৭ একর

জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

১৮।

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প

৩০০.০০ একর

জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কাজের অগ্রগতি ৪০%